Header Ads

হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপুজা৷The second largest religious festival of Hindus Shyama Puja........

হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা৷


তিথি নক্ষত্রের হিসাবে আশ্বিনের অমাবস্যা অথ্যাৎ মহালয়া থেকে কার্তিকের অমাবস্যা এই এক মাস কাল হলো বাংলার প্রধান উৎসবের মৌসুম৷দুর্গা পুজা শেষ হলেই আসে লক্ষীপুজা এবং তারপর কালীপুজা তথা দিপাবলী৷

শাস্ত্রমতে, দেবী দুর্গার আরেক রুপ মা কালী৷বলা হয় অন্ধকারে অসুর বিনাস করতে মা কালীর আবির্ভাব এবং কালী রূপেই দেবী সবচেয়ে বেশি অসুর বিনাশ করেন৷মূলত কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামু্ন্ডি, ভদ্র কালী ও দেবী মহামায়া সহ বিভিন্ন নামে পরিচিত৷মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠিত হয় কালী পুজা৷এই পূজায় দেবীর প্রতি ছাগ মেষ বা মহিষ বলির প্রথা রয়েছে৷তাই দেবীকে ছিন্নমস্তক সহ বলির পশুর রক্ত, মিষ্টান্ন,অন্ন বা লুচি ও মাছ মাংস উৎসর্গ করা হয়৷

No comments

Powered by Blogger.