দিঘাপতিয়া রাজবাড়ি ''উত্তরা গণভবন'' নাটোর৷Dighapatiya Rajbari "Uttara Ganobhaban" Natore........
দিঘাপতিয়া রাজবাড়ি ''উত্তরা গণভবন'' নাটোর৷
দিঘাপতিয়া রাজপ্রাসাদটি প্রাচীন স্থাপত্যকলার এক দৃষ্টিনন্দন নিদর্শন৷নাটোর জেলা শহর হতে প্রায় ৩ কি,মি, উত্তরে অবস্থিত দিঘাপতিয়া রাজবাড়ি,যা বর্তমানে উত্তরা গনভবন নামে পরিচিত৷দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা দয়ারাম রায়৷১৬৮০ সালে নাটোরের প্রখ্যাত কলম গ্রামে তিনি জম্নগ্রহন করেন৷তার পিতার নাম ছিল নরসিংহ রায়৷
প্রথমে তিনি রাজা রাম জিবনের একজন সাধারন কর্মচারী থাকলেও, তার প্রতিভা দক্ষতা আর বিশ্বস্ততা দিয়ে পরবর্তিতে তিনি নাটোর রাজের দেওয়ান পদে উপবিষ্ট হন৷যশোহরের রাজা সীতারাম রায় বিদ্রোহী হলে নবাব মুর্শিদকুলি খাঁ নাটোর রাজের দেওয়ান দয়ারাম রায়ের সাহায্যে তাকে দমন ও পরাজিত করে নাটোর কারাগারে বন্দী করে রাখে৷সীতারাম কে পরাজিত করে দয়ারাম তার মূল্যবান সম্পদ সমূহ লুন্ঠন করেন৷এবং সীতারামের গৃহ দেবতা কৃষ্ণ জীর মুর্তি ছাড়া বাকি সব সম্পদ রাম জিবনের হাতে অর্পন করেন৷দয়ারামের এমন ব্যবহারে রাম জীবন খুশি হয়ে দয়ারামকে কৃষ্ণজীর মুর্তি স্থাপনের জন্য দিঘাপতিয়ায় একখন্ড জমি দান করেন৷এবং বর্তমান বগুড়া জেলার সারিয়াকান্দির চন্দনবাইশা এলাকার নওখিলা পরগনা দান করেন৷এটাই দিঘাপতিয়া রাজবংশের প্রথম জমিদারি৷আর এভাবেই দিঘাপতিয়া রাজবংশের গোড়াপত্তন হয়৷
No comments