Header Ads

পীরগাছা রাবার বাগান মধুপুর টাঙ্গাইল৷Pirgachha rubber garden Madhupur Tangail.......


পীরগাছা রাবার বাগান মধুপুর টাঙ্গাইল৷

ভ্রমণ করতে কার না ভাল লাগে৷ মাঝে মধ্যে প্রকৃতির বুকে হারিয়ে যেতে আমাদের সবারই ইচ্ছে করে৷সবুজ শ্যামল বাংলাদেশ সবুজে হারানোর মত আনন্দ আর কি হতে পারে৷তাই শহরের কোলাহল ছেড়ে ধুলাবালি পেরিয়ে মধুপুর রার্বার বাগানে যখন পৌছাবেন, তখন আর ফিরতে ইচ্ছ করবে না৷এ যেন সবুজের সমুদ্র৷এখানে সারি সারি রার্বার গাছের ফাক ফোকর দিয়ে ক্ষনে ক্ষনে উকি দেয় সোনালী রৌ্দ্র৷আর আলো ছায়ায় ঢাকা রাবার বনের ছিমছাম নীরবতা মনে এনে দেয় প্রশান্তির ছোয়া৷কারণ প্রকৃতি আমাদের বিনম্র হতে শিক্ষা দেয়৷তাই শহরের যান্ত্রিক জীবনের ফাকে এক চিলতে সময়ের জন্য ঘুরে আসতে পারেন প্রকৃতির এক অপরুপ মেল বন্ধন থেকে৷ বলছি, টাঙ্গাইল মধুপুরের পীরগাছা রাবার বাগানের কথা৷মধুপুর রাবার বাগানের সবুজের মেলা আপনাকে মুগ্ধ করতে বাধ্য৷কাঁচা সবুজ রঙের পাতা,সুউচ্চ বৃক্ষের সাড়ি, ঠিক যেন স্কেল দিয়ে মেপে মেপে একই সমন্তরালে লাগানো গাছ গুলো৷যতদূর চোখ যায় খালি গাছ আর গাছ৷দেখলেই মন ভরে যায়৷গাছের প্রতিটি কান্ডেই ছুরি দিয়ে ছাল চেরা৷আর সেই চেরা অংশ দিয়ে বেরিয়ে আসছে সাদা কষ৷এটাই রাবারের প্রাথমিক রুপ৷

স্থানীয় নারী পুরুষরা গাছ থেকে সংগ্রহ করেন এই রস৷গাছের কান্ডে টিনের একটা চোঙা লাগানো থাকে৷আর সেটা বেয়ে সাদা কষ পরে গাছের নিচে থাকা টিনের পাত্রে৷পীরগাছা রাবার বাগানের এই সৌন্দর্য অকৃতিম৷দুই ধারে হাজারো গাছ আর মাঝখানে সুবিশাল পথ৷কখনো ইট বিছানো আবার কখনো লাল মাটির সে পথে কাদা মাটির ঘ্রান বুক জুরিয়ে দেবে৷বাগানটির অন্যতম সৌন্দর্য হলো,এটি একেক ঋতুতে একেক রকম সাজে সজ্জিত হয়৷শীতকালে গাছের সব পাতা ঝরে গিয়ে যেমন রিক্ত হয়, তেমনি বর্ষায় ফিরে পায় নতুন যৌবন৷প্রায় ৩০০০ একর আয়তনের মধুপুর পীরগাছা রাবার বাগানটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে৷বাগানটিতে রাবার গাছের সংখ্যা প্রায় ১ লাখ ৫৪ হাজার৷শুধু রাবার গাছই নয়, পাশাপাশি নানা ধরনের ফল ও ফুলের গাছ ও রয়েছে বাগানটিতে৷

No comments

Powered by Blogger.