Header Ads

শত বছরের ঐতিহ্যবাহী উথলী মাছের মেলা শিবগঞ্জ বগুড়া৷Traditional Uthli Fish Fair,Shibganj Bogra........

শত বছরের ঐতিহ্যবাহী উথলী মাছের মেলা শিবগঞ্জ বগুড়া৷

পহেলা অগ্রহায়ণ, এ দিনটি সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব হিসেবে পালন করে৷আর এ উৎসবকে ঘিরে প্রতি বছর মাছের মেলা বসে বগুড়ার শিবগন্জ উপজেলার উথলী গ্রামে৷
 
শুধু উথলীতেই নয়, মেলা উপলক্ষে রথবাড়ী বড় ও ছোট নারায়নপুর সাদুল্লাপুর বেড়াবালা গরিবপুর দেবীপুর গুজিয়া মেদিনীপাড়া বাকহসন ও রহবল সহ আশপাশের প্রায় ১৫-২০ গ্রামের মানুষের ঘরে ঘরে চলে উৎসবের আমেজ৷এছাড়া মেলা উপলক্ষে প্রতিটি বাড়িতে মেয়ে জামাই সহ স্বজনদের আগে থেকেই দাওয়াত করা হয়৷অনেকের মতে, প্রায় ২০০ বছর আগের এ মেলাটি যেমন মাছের জন্য বিখ্যাত,তেমনি মেলার দিন নতুন শাকসব্জিতে ভরপুর থাকে এ বাজার৷আর এ কারনেই আশপাশের লোকজন ছুটে আসেন এ মেলায়.......

No comments

Powered by Blogger.