Header Ads

শারদীয় দুর্গাপূজা মহাঅষ্টমী৷Sharadio Durga Puja Mohaostomi...........

শারদীয় দুর্গাপূজা মহাঅষ্টমী৷

আজ মহাঅষ্টমী (17-10-18), শারদীয় দূর্গা পূজার সবচেয়ে আকর্ষণীয় ও জাকজমক পূর্ণ দিন আজ৷তাই হিন্দু সম্প্রদায়ের জাতি বর্ণ নির্বিশেষে সবার গন্তব্য এখন পূজামন্ডপ গুলোতে৷সকালে দেবী দূর্গার মহাষ্টম্যাদী বিহিত পূজা,মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরন এবং সন্ধায় সন্ধি পূজার মাধ্যমে পালিত হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা৷

বিশুদ্ধ পঞ্জিকা মতে,জগতের মঙ্গল কামনায় দেবী দূর্গা এবার কৈলাস ছেড়ে মত্যলোকে এসেছেন ঘোড়ায় চড়ে, আর দেবী স্বর্গলোকে বিদায় নিবেন পালকীতে চড়ে৷
পুরোহিত দের মতে, চৈত্র মাস বা বসন্তকাল হলো দেবী দূর্গার আগমনের প্রকৃত সময়৷আর চৈত্র মাসে যে দূর্গাপুজা হয় তাকে বলা হয় বাসন্তী পুজা৷তবে বাংলা ভাষাভাষী অঞ্চলে শারদীয় দুর্গাপূজায় সবচেয়ে বড় উৎসব৷
আনন্দময়ীর আগমনে চারপাশ এখন মুখরিত৷দেশের পূজা মন্ডপগুলোতে ঢাকের বোলে ধ্বনিত হচ্ছে বাঙ্গালির হৃদয়তন্ত্রীর বাধভাঙ্গা আনন্দের জোয়ার৷নেই কোন ভেদাভেদ, সবাই আনন্দ ভাগ করে নিচ্ছেন শারদীয় দূর্গাপুজার৷পূজা শেষে পবিত্র হওয়ার বাসনায় ধুপের ধোয়া আর পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর প্রতি ভক্তি প্রদর্শন করছে ভক্তরা৷তবে বিশুদ্ধ পঞ্জিকা মতে, ১৯ অক্টোবর শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দূর্গা উৎসব৷আবারো একটি বছরের জন্য দেবী পিতৃগৃহ থেকে কৈলাসে ফিরে যাবেন স্বামী শীবের কাছে৷বাঙ্গালী সানাতন ধর্মাবলম্বীদের কাছে এই সত্য কে অবলম্বন করেই মূলত গড়ে উঠেছে শারদীয় দুর্গাপূজা৷


 

No comments

Powered by Blogger.