Header Ads

শারদীয় দুর্গাপূজা মহানবমী৷

আজ বৃহস্পতিবার, ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গা উৎসবের আজ ৪র্থ দিন, অর্থাৎ মাহানবমী৷চন্দ্রের নবমী তিথিতে সারাদেশে অনুষ্ঠিত হয় মহানবমী কল্পারম্ভ ও বিহিত পুজা এবং নবমীর সন্ধিক্ষনে অনুষ্ঠিত হয় সন্ধি পুজা৷মহিষাসুর নিধনের সময় দেবী দুর্গা প্রচন্ড ক্রোধে কৃষ্ণবর্ন রুপ ধারন করেছিলেন৷তাই পুজার এই আচারের সময় দেবীকে চামুন্ডা রুপে পুজা করা হয়৷অর্থাৎ যিনি চন্দ্র ও মুন্ডের বিনাশীনি......

No comments

Powered by Blogger.