শারদীয় দুর্গাপূজা মহাসপ্তমী৷
বাঙ্গালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আজ মহাসপ্তমীর মাধ্যমে শুরু হয়েছে মুল পূজা৷ সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানের মাধ্যমে শুরু হয় আজকের দিনের কার্যক্রম৷এরপর পঞ্জিকা অনুসারে দেবীর নবপত্রিকা প্রবেশ,স্থাপন,সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়৷এভাবেই উৎসব চলবে আগামী শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসজ্জন প্রযুন্ত৷
পুরান মতে, ত্রেতা যুগে লংকান রাজা রাবনকে বধের জন্য রামচন্দ্র মহাসপ্তমীর এইক্ষনে দেবী দুর্গার পূজা করেছিলেন৷ষষ্ঠীতে মন্ডপে অধিষ্ঠানের পর সপ্তমী পূজার মধ্য দিয়েই মূলত শুরু হয় দুর্গাপুজার মুল আয়োজন৷ভক্তের আরাধনা,ধাক শঙ্খ ও উলু ধ্বনিতে মুখরিত সারাদেশের পুজা মন্ডপগুলো৷সপ্তমীর সকাল থেকেই মন্ডপে মন্ডপে লেগে থাকে ভক্তদের ভীড়৷ঢাকের বাদ্য শঙ্খ-কাসর ধ্বনি আর মন্ত্র ও শাস্ত্র পাঠের পাশাপাশি দর্শনার্থীদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে সারা দেশের পুজা মন্ডপগুলো৷সপ্তমীতে বিভিন্ন মঙ্গল উপাচারের মাধ্যমে দেবীকে অনুরোধ জানানো হয় ভক্তদের পুজা গ্রহনের৷বেলতল থেকে মুল মন্দিরে প্রবেশের পর সপ্তমীর প্রথম প্রহরে নবপত্রিকা স্থাপন এবং কলাবউকে চান করানোর পর ষোলটি উপাদান দিয়ে শুরু হয় মুল পূজা৷পূজায় ভক্তরা তাদের হৃদয়ের অর্ঘ সাজিয়ে আনন্দময়ী দুর্গার অর্চনা করেন৷ কারন তিনিই সর্বশক্তির আধার৷মাতৃরুপে তিনি সর্বজীবে বিরাজ করে জীবের দূর্গতি নাশ করেন বলেই তিনি দুর্গা৷
বাঙ্গালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আজ মহাসপ্তমীর মাধ্যমে শুরু হয়েছে মুল পূজা৷ সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানের মাধ্যমে শুরু হয় আজকের দিনের কার্যক্রম৷এরপর পঞ্জিকা অনুসারে দেবীর নবপত্রিকা প্রবেশ,স্থাপন,সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়৷এভাবেই উৎসব চলবে আগামী শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসজ্জন প্রযুন্ত৷
পুরান মতে, ত্রেতা যুগে লংকান রাজা রাবনকে বধের জন্য রামচন্দ্র মহাসপ্তমীর এইক্ষনে দেবী দুর্গার পূজা করেছিলেন৷ষষ্ঠীতে মন্ডপে অধিষ্ঠানের পর সপ্তমী পূজার মধ্য দিয়েই মূলত শুরু হয় দুর্গাপুজার মুল আয়োজন৷ভক্তের আরাধনা,ধাক শঙ্খ ও উলু ধ্বনিতে মুখরিত সারাদেশের পুজা মন্ডপগুলো৷সপ্তমীর সকাল থেকেই মন্ডপে মন্ডপে লেগে থাকে ভক্তদের ভীড়৷ঢাকের বাদ্য শঙ্খ-কাসর ধ্বনি আর মন্ত্র ও শাস্ত্র পাঠের পাশাপাশি দর্শনার্থীদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে সারা দেশের পুজা মন্ডপগুলো৷সপ্তমীতে বিভিন্ন মঙ্গল উপাচারের মাধ্যমে দেবীকে অনুরোধ জানানো হয় ভক্তদের পুজা গ্রহনের৷বেলতল থেকে মুল মন্দিরে প্রবেশের পর সপ্তমীর প্রথম প্রহরে নবপত্রিকা স্থাপন এবং কলাবউকে চান করানোর পর ষোলটি উপাদান দিয়ে শুরু হয় মুল পূজা৷পূজায় ভক্তরা তাদের হৃদয়ের অর্ঘ সাজিয়ে আনন্দময়ী দুর্গার অর্চনা করেন৷ কারন তিনিই সর্বশক্তির আধার৷মাতৃরুপে তিনি সর্বজীবে বিরাজ করে জীবের দূর্গতি নাশ করেন বলেই তিনি দুর্গা৷
No comments