সাতশত বছরের পুরনো ঐতিহ্যবাহী ধনবাড়ী শাহী জামে মসজিদ ৷Traditional Dhanbari Shahi Jame Mosque........
সাতশত বছরের পুরনো ঐতিহ্যবাহী ধনবাড়ী শাহী জামে মসজিদ ৷
ঢাকা থেকে মাত্র ১৫০ কি.মি. দুরে এবং ঢাকা জামালপুর মহাসড়কের পাশই টাঙ্গাইল ধনবাড়ী উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত ধনবাড়ী জমিদার বাড়ী৷ কালের সাক্ষী এই জমিদার বাড়ীর পাশেই রয়েছে প্রায় সাতশত বছরের পুরনো ঐতিহ্যবাহী নওয়াব শাহী জামে মসজিদ৷ ষোড়শ শতাব্দীতে ইসপিনজার খা দুই ভাই এই মসজিদটির প্রথম খন্ড নির্মান করেন৷এবং সম্রাট সাজাহানের সময় এই দুই ভাই ধনবাড়ীর অত্যাচারী জমিদারকে পরাজিত করে এ অঞ্চলের দায়ীত্বভার গ্রহন করেন এবং এই মসজিদটি নির্মান করেন৷
মসজিদের জমিন ও ভেতরের দেয়ালে কড়ি পাথরের লতাপাতা অসংখ্য রঙ্গীন নকশা রয়েছে৷চারদিকে চারটি প্রবেশপথ ৯টি জানালা এবং ছোট বড় মোট ৩৪টি গম্বুজ, বড় ৭টি গম্বুজের প্রত্যেকটির উচ্চতা ছাদ থেকে প্রায় ৩০ ফুট৷এই মসজিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো দীর্ঘ্য প্রায় ৯১ বছর ধরে ২৪ ঘন্টাই কোরআন তিলাওয়াত করা হচ্ছে এই মসজিদে৷একমাত্র নামাজের সময় ছাড়া এক মিনিটের জন্যও থামেনি কোরআন তিলাওয়াত যা ইতিহাসে একটি বিরল ঘটনা৷
ঢাকা থেকে মাত্র ১৫০ কি.মি. দুরে এবং ঢাকা জামালপুর মহাসড়কের পাশই টাঙ্গাইল ধনবাড়ী উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত ধনবাড়ী জমিদার বাড়ী৷ কালের সাক্ষী এই জমিদার বাড়ীর পাশেই রয়েছে প্রায় সাতশত বছরের পুরনো ঐতিহ্যবাহী নওয়াব শাহী জামে মসজিদ৷ ষোড়শ শতাব্দীতে ইসপিনজার খা দুই ভাই এই মসজিদটির প্রথম খন্ড নির্মান করেন৷এবং সম্রাট সাজাহানের সময় এই দুই ভাই ধনবাড়ীর অত্যাচারী জমিদারকে পরাজিত করে এ অঞ্চলের দায়ীত্বভার গ্রহন করেন এবং এই মসজিদটি নির্মান করেন৷
মসজিদের জমিন ও ভেতরের দেয়ালে কড়ি পাথরের লতাপাতা অসংখ্য রঙ্গীন নকশা রয়েছে৷চারদিকে চারটি প্রবেশপথ ৯টি জানালা এবং ছোট বড় মোট ৩৪টি গম্বুজ, বড় ৭টি গম্বুজের প্রত্যেকটির উচ্চতা ছাদ থেকে প্রায় ৩০ ফুট৷এই মসজিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো দীর্ঘ্য প্রায় ৯১ বছর ধরে ২৪ ঘন্টাই কোরআন তিলাওয়াত করা হচ্ছে এই মসজিদে৷একমাত্র নামাজের সময় ছাড়া এক মিনিটের জন্যও থামেনি কোরআন তিলাওয়াত যা ইতিহাসে একটি বিরল ঘটনা৷
No comments