পুঠিয়া শিব মন্দির৷পুঠিয়া রাজবাড়ী৷৷Puthia Shib Mondir৷Puthia Rajbari........
পুঠিয়া শিব মন্দির৷পুঠিয়া রাজবাড়ী৷
পুঠিয়া রাজশাহী
জেলার অন্যতম একটি উপজেলা৷রাজশাহী সদর হতে মাত্র ৩০ কি.মি. পূর্বে এবং রাজশাহী নাটোর
মহাসড়ক হতে মাত্র ১ কি.মি. দক্ষিনেই অবস্থিত পুঠিয়া রাজবাড়ী৷পুঠিয়া রাজবাড়ী ও তার
আশেপাশে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি নয়নাভিরাম মন্দির৷এগুলোর মধ্যে
উল্লেখযোগ্য হলো বড় আহ্নিক মন্দির৷পুঠিয়া রাজবাড়ির শ্যাম সাগর দিঘীর পশ্চিম পারে বড়
আহ্নিক ছোট গোবিন্দ ও গোপাল মন্দির নামে পাশাপাশি তিনটি মন্দির অবস্থিত৷
এগুলোর মধ্যে
দক্ষিন দিকে অবস্থিত মন্দিরটি চারআনি বড় আহ্নিক মন্দির নামে পরিচিত৷মন্দিরটি উওর দক্ষিনে
লম্বা আয়তাকার পরিকল্পায় নির্মিত এবং তিন কক্ষ বিশিষ্ট মন্দিরের প্রবেশপথ পূর্ব দিকে
অবস্থিত৷এই মন্দিরের মাঝের কক্ষটির ছাদ দোচালা পদ্ধতিতে নির্মিত৷দুই পাশের কক্ষ দুটি
বর্গাকার এবং চারচালা ছাদ দ্বারা আচ্ছাদিত৷এছাড়া মন্দিরটির পূর্ব পাশের সম্মুখ দেয়াল
বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলক দ্বারা সুসজ্জিত৷স্থাপত্য বিন্যাস অনুযায়ী মন্দিরটি খৃষ্ঠীয়
সতেরো থেকে আঠারো সতকে নির্মিত বলে ধারনা করা হয়৷
No comments